Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

দর্শনীয় স্থান:

১।কোয়ান্টাম ফাউন্ডেশন:     কোয়ান্টম ফাউন্ডেশনের স্থায়ী ইউনিটটি অত্র ০৫ নং সরই ইউনিয়নের অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিন দেশের নানা ্প্রান্ত হতে বহু লোকজন অত্র প্রতিষ্ঠানে ধ্যানের পাশাপাশি পরিদর্শনে আসেন। কোয়ান্টাম ফাউন্ডেশনটির বিভিন্ন কাযক্রম এখানে চালু আছে । তার মধ্য শিক্ষা,ক্রীড়া, ধ্যান ইত্যাদি উল্লেখ্যযোগ্য। কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ডিসিপ্লিনের খেলাধূলায় অংশগ্রহণ করে দেশ-বিদেশ হতে বহু পুরস্কার অর্জন করেছে। 

২। বমু ঝর্ণা:    বমু ঝর্ণা টি সরই ইউনিয়নের আরেকটি অন্যতম দর্শনীয় স্থান। এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান নীলগিরি র পাদদেশে অবস্থিত ৩০৪ নং লেমু পালং মৌজার কাপ্রু পাড়া বমু খালের উৎসমুখে অবস্থিত।  বমু ঝর্ণার বিশাল জলরাশি যে কাউকেই বিমুগ্ধ করবেই। তবে উক্ত ঝর্ণাটির ব্যাপারে এখনো অনেকে অজ্ঞাত। তবে অত্র ইউনিযন এব্যাপারে পৃষ্ঠপোষকতায এগিয়ে এসেছে।  উক্ত এলাকার যাতায়ত ব্যবস্থা দূর্গম হওয়ায় যাতায়ত ব্যবস্থার সহজীকরণে অত্র ইউনিয়ন পরিষদ বহু প্রকল্প বাস্তবায়ন করছেন। 

৩। বড় পাথর :    বড় পাথর অত্র সরই ইউনিয়নের আরেকটি দর্শনীয় স্থান। এটিও কাপ্রু পাড়ায় অবস্থিত। অত্র এলাকার বড় পাথর গুলোর বিশেষত্ব হলো এগুলোর গায়ে নানা ধরণের প্রাকৃতিক কারুকাজ রযেছে। যা এককথায় অনন্য।

 

তাছাড়াও পাহাড়ী ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনধারা, রীতি-নীতি, উৎসব-পার্বন, বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ফলজ , বনজ ও মৎস্য প্রকল্প, রাবার বাগান প্রকল্প এবং অত্র এলাকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দয যে কাউকেই বিমোহিত করবে।

তাই প্রকৃতির রাণী হিসেবে পরিচিত সরই ইউনিয়নে আপনি সাদরে আমন্ত্রিত ।  প্রকৃতি তার সৌন্দযের ঢালা সাজিয়ে আপনাকে বরণের অপেক্ষায়.............................!!

আপনি আসছেন তো??????